ভারতীয় সেনা-কে কুর্নিশ জানিয়ে রাজস্থানে প্রদর্শিত হল ২২৫ ফুট জাতীয় পতাকা
বিবিধ ডট ইন: শনিবার ভারতের ৭৪ তম সেনা দিবস উপলক্ষে রাজস্থানে প্রদর্শিত হল বিশ্বের সবথেকে বড় জাতীয় পতাকা। এই নিয়ে পঞ্চমবারের জন্য রাজস্থানের ভারত পাক সীমান্ত লাগোয়া অঞ্চলে প্রদর্শিত হল ত্রিবর্ণ রঞ্জিত খাদির কাপড়ে তৈরি ২২৫ ফুটের এই পতাকা।
পতাকাটি লম্বায় ২২৫ ফুট, প্রস্থে ১৫০ ফুট এবং ওজন ১৪০০ কেজি।কেন্দ্রের কথায়, বিশ্বের বৃহত্তম জাতীয় পতাকা স্বাধীনতার ৭৫ বছরের বর্ষপূর্তিতে দেশজুড়ে পালিত হচ্ছে অমৃত মহোৎসব। সেই উপলক্ষে পতাকাটি তৈরি করেছে খাদি এবং গ্রামীণ শিল্প কমিশন।জানা গিয়েছে, ৭০ জন খাদি শিল্পীর ৪৯ দিনের অক্লান্ত পরিশ্রমের ফসল এই বৃহত্তম জাতীয় পতাকা।
গত বছর গান্ধীজয়ন্তীতে প্রথমবার এই জাতীয় পতাকা প্রদর্শিত হয়েছিল লেহ-তে। এর পর ৮ অক্টোবর অর্থাৎ বায়ু সেনা দিবসে হিন্দন বিমানঘাঁটিতেও প্রদর্শিত হয়েছিস বৃহত্তম জাতীয় পতাকাটি। একুশের ২১ অক্টোবর করোনার টিকাকরণে ১০০ কোটি গণ্ডি পার করেছিল ভারত। সেই গর্বের মুহূর্তকে স্মরণীয় করে রাখতে লালকেল্লায় বৃহত্তম পতাকা প্রদর্শিত হয়। আবার নৌদিবসে অর্থাৎ ৪ ডিসেম্বর গেটওয়ে অফ ইন্ডিয়ায় দেখানো হয় এই জাতীয় পতাকা।