সংক্রমণের হাত থেকে রেহাই পেতে করোনা দেবীর পুজো!
বিবিধ ডট ইন: ভারতে কোভিডের দ্বিতীয় ঢেউয়ের দাপটে সারা দেশের স্বাস্থ্য ব্যবস্থা সম্পুর্ন বিপর্যস্ত। অক্সিজেনের অভাব, বেডের অভাবে প্রতিদিন কয়েক হাজার মৃত্যু খবর আসছে প্রতিদিন। এরই মাঝে কোভিড থেকে মুক্তি পেতে করোনা দেবীর আরাধনা শুরু হল তামিলনাড়ুর একটি মন্দিরে।
জানা যাচ্ছে তামিলনাড়ুর কোয়েম্বাটুরের কামাতচিপুরি অধিনাম মন্দিরে করোনা দেবীর মূর্তি প্রতিষ্টা করে রীতিমতো হোম যজ্ঞ করে পুজো করা হচ্ছে।
যদিও মহামারীর হাত থেকে রেহাই পেতে পুজোর রীতি তামিলনাড়ুতে বহুদিনের প্রচলিত৷ এর আগেও ভারতে প্লেগ মহামারীর আকার ধারন করার পর কোয়েম্বাটুর প্লেগ মারিয়ামান মন্দিরের প্রতিষ্ঠা করা হয়।
কামাতচিপুরি অধিনাম মন্দিরের প্রধান সেবায়েত শিবালিঙ্গেশ্বর জানান,
সংক্রমিত কোনও রোগের হাত থেকে রেহাই পেতে সেই রোগজীবানু-কে দেবী রূপে পুজো করা তামিলনাড়ুর বহুদিনের রেওয়াজ। সেই রীতি অনুযায়ী করোনা দেবীর পুজোর আয়োজন করা হয়েছে। ৪৮ দিন মহা যজ্ঞের পরেই করোনা মুক্ত হবে দেশ।
প্রসঙ্গত, কোভিড সংক্রমণের হাত থেকে রেহাই পেতে গত সপ্তাহে লকডাউন ঘোষণা করেছে তামিলনাড়ু সরকার।
এদিন ভারতে কোভিডের মোট অ্যাক্টিভ কেসের সংখ্যা ২৬,৭৩৩৪।
লিখেছেন সায়ন্তন মন্ডল