লাঠিতে ভর দিয়ে একপায়ে হেঁটেই মনোনয়ন জমা প্রার্থীর
বিবিধ ডট ইন: ২০২১ বিধানসভা নির্বাচন বর্ণবহুল। কখনও দলবদল, কখনও কোন প্রার্থীর দেনার হিসেব, কখনও হুড খোলা গাড়িতে চড়ে প্রচার, কখনও আবার প্রধানমন্ত্রীর ঘন ঘন নির্বাচনী প্রচারে আসা। ঘটনার ঘনঘটায় সাজানো চলতি নির্বাচন।
তবে এই কাহিনি অন্যরকম। যেখানে প্রচলিত জৌলুস নেই। বরং টানাটানির সংসারে হুইলচেয়ারই বিলাসিতা। তাই এক পায়ে দু’কিলোমিটার হেঁটে মনোনয়ন জমা দিতে দেখা গেল দক্ষিণ দিনাজপুরের SUCI প্রার্থীকে।
সঙ্গে থাকুন। ফলো করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ:
দক্ষিণ দিনাজপুরের তপন বিধানসভা কেন্দ্রের এবারের SUCI-এর প্রার্থী কালীচরণ এক্কা। সারা পশ্চিমবঙ্গ জুড়েই ভোটের মনোনয়ন জমাকে কেন্দ্র করে হুড খোলা জিপ আর ঢাক-ঢোল বাদ্যির হইহই, তখন সেই স্রোতের বিপরীতে হেঁটে এক পায়ে ভর করেই প্রায় ২ কিলোমিটার রাস্তা হেঁটে মনোনয়ন জমা দিলেন কালীচরণ।
কয়েকবছর আগে ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত পান কালীচরণ, ডাক্তারের পরামর্শে কেটে বাদ দেওয়া হয় তাঁর পা৷ পেশায় কৃষক কালীচরণ সরকারের কাছে আবেদন করেও হুইলচেয়ার পাননি বলে অভিযোগ করে তিনি বলেন, ‘আমি প্রতিদিন ১০ কিলোমিটারের বেশি হাঁটাচলা করি। এভাবেই ভোচপ্রচার, মনোনয়ন জমা দিয়েছি।’
কথায় কথায় তিনি আরও বলেন, ‘ভোটে জিতে বিশেষভাবে সক্ষমদের জন্য কাজ করতে চাই।’
লিখেছেন সায়ন্তন মণ্ডল