‘রাগ কেন দিদি,’ মোদী-উবাচেই পোস্টার-ফেস্টুন!
বিবিধ ডট ইন: একুশে বিধানসভা মহারণকে কেন্দ্র করে প্রতিটা রাজনৈতিক দলের প্রচারে অভিনবত্ব এবারের ভোটে উল্লেখযোগ্য দিক।
রাজনৈতিক দলগুলো প্রত্যেকেই গান বেঁধেছেন, কারও আবার প্রচারের অস্ত্র পথনাটক। ‘খেলা হবে’ থেকে শুরু করে ‘আর নয় অন্যায়’-এ ছেয়ে গেছে সোশ্যাল মিডিয়া থেকে রাজপথ।
সঙ্গে থাকুন। ফলো করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ:
আর কয়েকদিন বাদেই কলকাতা এবং তার সংলগ্ন অঞ্চলে ভোট, আর তার আগেই শহর ঢেকেছে নতুন পোস্টারে।
শহরের আনাচেকানাচে অগুনতি ব্যানারে লেখা একটাই— ‘রাগ কেন দিদি’। কে বা কারা এই ব্যানার লাগিয়েছে সেই ব্যাপারে স্পষ্ট কোনও খবর না পাওয়া গেলেও রাজনৈতিক চাপানউতরের নিরিখে এর পিছনে যে গেরুয়া শিবিরের হাত আছে, এমনটাই মনে করছেন অনেকে।
বাংলায় বারবার প্রচারে এসে ব্যাঙ্গের সুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘দিদি’ বলে সম্বোধন করেছেন নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীর এই সুর বেশ জনপ্রিয় হয়েছে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে। এবার তারই প্রতিফলন দেখা গেল নির্বাচনী প্রচারের ব্যানার ফেস্টুনে।
লিখেছেন সায়ন্তন মণ্ডল