লক্ষ্য বিধানসভা নির্বাচন! পাঞ্জাবে ইউনিট পিছু কমছে বিদ্যুতের দাম
বিবিধ ডট ইন: কুর্সি ধরে রাখার লড়াইতে বিরোধীপক্ষের দলকে টেক্কা দিতেই কি কমছে পাঞ্জাবে ইউনিট পিছু বিদ্যুতের মাশুল? জানা যাচ্ছে, সোমবার থাকেই সে রাজ্যে ইউনিট পিছু বিদ্যুতের মাশুলে ৩ টাকা ছাড় দিল চরণজিৎ সিং চান্নির কংগ্রেস সরকার। সোমবার থেকেই কার্যকর করা হল নতুন নিয়ম।
দিনক্ষণ এখনও ঘোষণা না হলেও সূত্রের খবর, গতবছর শুরুর দিকেই হতে পারে পাঞ্জাবের বিধানসভা ভোট। বর্তমান পাঞ্জাবের ক্ষমতাসীন দল কংগ্রেসের এবার সেখানে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই, কারণ পাঞ্জাব কংগ্রেসের শিবির ইতিমধ্যেই নাকি দুটি শিবিরে ভাগ হয়েছে। তারই মধ্যে আম আদমি পার্টি ঘোষণা করছে তারাও এবার পাঞ্জাব বিধানসভায় লড়বে তারাও। কিছুদিন আগেই পঞ্জাবে গিয়ে অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করে এসেছেন, ক্ষমতায় এলে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা দেবেন তিনি।সব মিলিয়ে এই মুহূর্তে বেশ চাপে রয়েছে পাঞ্জাব কংগ্রেস।
যদিও পঞ্জাব মুখ্যমন্ত্রীর দাবী, সরকার পঞ্জাবের মানুষের মধ্যে একটি সমীক্ষা চালিয়েছিল, সেখানে দেখা গিয়েছে মানুষ বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা চান না। তাঁরা কেবল চান, যাতে বিদ্যুতের মাশুল কিছুটা কমিয়ে দেওয়া হয়। সেই কারণেই এই সিদ্ধান্ত বলে সোমবার সাংবাদিক বৈঠকে জানিয়েছেন চরণঞ্জিত সিং চন্নি।