‘রগড়ে দেব’ বিতর্কে নিশানায় দিলীপ! গানে গানে ‘শিল্পীরা তোর ধার ধারে না, ফ্রাস্টু খাবি খা’ (দেখুন ভিডিও)
বিবিধ ডট ইন: ‘শিল্পীরা তোর ধার ধারে না, ফ্রাস্টু খাবি খা/ গোখরো, বাবুল ল্যাজ নাড়াবে শিল্পী দেবে ঘা’- দিলীপ ঘোষের রগড়ে দেবার মন্তব্যে গানে গানে প্রতিবাদ! যদিও গানে ‘দিলু’ বলে উল্লেখ করা হয়েছে। নেটিজেনদের একাংশ মনে করছেন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে উদ্দেশ্য করেই এই গান।
রগড়ে দেবার মন্তব্যের পাল্টা হিসেবে এবার গানে গানে জবাব দিলেন নাট্যগোষ্ঠী সংসৃতি-র রনি গোস্বামী।
সঙ্গে থাকুন। ফলো করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ:
বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কিছুদিন আগেই প্রথমসারির এক সংবাদপত্রে দেওয়া সাক্ষাৎকারে শিল্পীদের কটাক্ষ করে মন্তব্য করেন,
‘আপনারা গান গান, নাচুন। আপনাদের ওটাই শোভা পায়। রাজনীতি আমাদের করতে দিন। না হলে রগড়ে দেব। আর শিল্পীরা জানেন, আমি কীভাবে রগড়াই।’
তার এই মন্তব্য ঘিরেই দানা বাঁধে বিতর্ক। এই মন্তব্যের তীব্র সমালোচনা করেন খোদ অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। তবুও নিজের বক্তব্যে অনড় থাকেন দিলীপ ঘোষ। এবার তাঁর এই মন্তব্যের পাল্টা গান বাঁধলেন রনি গোস্বামী। গানটি গেয়েছেন অভিজিৎ আচার্য।
গানের কথায় আক্রমণ শানিয়ে লেখা হয়েছে, ‘ও দিলু তোর নেইকো ঘিলু, রগড়ে দিবি আয়/ শিল্পী পেলেই দুষ্টু দিলু রগড়ে দিতে চায়’।
লিখেছেন সায়ন্তন মণ্ডল