পুরস্কার দিয়েও অনুষ্ঠান থেকে কাঁচি, ‘অপমানিত’ নচিকেতা
বিবিধ ডট ইন: কিছুদিন আগেই পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় মিউজিক মিউজিক অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত হয়। আর এই অনুষ্ঠানেই লাইভ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ( LifeTime Achievement Award ) তুলে দেওয়া হয় বাংলা আধুনিক গানের অন্যতম পুরোধা নচিকেতা চক্রবর্তীর হাতে।
অভিযোগ, গত রবিবার কোনও এক অজানা কারণে একটি বেসরকারি চ্যানেলে সম্প্রচারিত এই অনুষ্ঠান থেকে থেকে বাদ দেওয়া হয়েছে নচিকেতার অ্যাওয়ার্ড নেবার অংশ।
সঙ্গে থাকুন। ফলো করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ:
অভিযোগের সত্যতা কতটা? কিংবা পুরস্কার দেওয়ার পরও অনুষ্ঠান থেকে কেন বাদ গেল নচিকেতা চক্রবর্তীর পুরস্কার গ্রহণের অংশটুকু, তা নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় জল্পনা শুরু হয়েছে। এই প্রশ্নের জবাবে শিল্পী জানান,
‘পুরস্কার দেবে বলে আমাকে নিয়ে গিয়েছিলেন ওঁরা (উদ্যোক্তারা)। পুরস্কার নেওয়ার সময় আমি জানতে পারি, আমায় লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত করা হচ্ছে। মঞ্চে উঠে আমি বলি, ‘আমার খুব ভাল লাগছে এই সম্মান আমাকে দেওয়ার জন্য। কিন্তু লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এমন একটা সম্মান, এই মধ্য়ে তো অবসরের একটা ইঙ্গিত আছে। আমি তো এখনও অবসর নিইনি। আমি দিব্যি কাজ করে চলেছি। আমাকে রিটায়ার করিয়ে কার লাভ, তা বুঝিনি আমি। পুরস্কারটা আমার খুবই পছন্দের। আমি এই পুরস্কার গচ্ছিত রেখে যাচ্ছি। যেদিন অবসর নেব, সেদিন এই পুরস্কার আমি নিয়ে যাব।’
এই বলে মঞ্চ থেকে নেমে যাই। আমার এই বক্তব্যকে কেউ সম্মানটুকুও জানান নি সেই সময়। দর্শকরা স্তম্ভিত হয়েছিলেন। তবে যে জায়গায় সবচেয়ে টিআরপি ( TRP ) তুলতে পারত, সেই অংশই বাদ দিয়ে দিল। পুরো অনুষ্ঠান থেকে আমায় মুছে দেওয়া হল! আমি অপমানিত।’
কেন এমন ঘটনার শিকার হলেন শিল্পী নচিকেতা চক্রবর্তী? কীই বা রয়েছে এর নেপথ্যের রহস্য, সেই প্রশ্নের উত্তরই আপাতত খুঁজছেন নচিকেতা তথা বাংলা মৌলিক গানের ভক্তরা।
লিখলেন সায়ন্তন মণ্ডল