লিটার পিছু বাড়ছে দাম, পেট্রল-ডিজেলের পর মূল্যবৃদ্ধির কোপ দুধে!
বিবিধ ডট ইন: মধ্যবিত্ত মানুষের কাছে আবারো বড় ধাক্কা, ক্রমবর্ধমান পেট্রোল, ডিজেলসহ নিত্তনৈমিত্তিক প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির জেরে দুধের দামও বাড়ানোর সিদ্ধান্ত নিলে মধ্যপ্রদেশের দুগ্ধ উৎপাদনকারী সংস্থাগুলি।
পেট্রল, এল.পি.জি, ডিজেলের লাগামছাড়া মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার রত্নপুরীর কালিকামাতা এলাকার রাম মন্দিরে অনুষ্ঠিত একটি বৈঠকে অংশগ্রহণ করেন মধ্যপ্রদেশের ২৫ টি গ্রামের দুগ্ধ ও শাকসবজি উৎপাদক’রা । এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় আগামী ১ লা মার্চ থেকে দুধের দাম লিটার প্রতি ৫৫ টাকা করা হবে ।
দুধ উৎপাদকরা বলছেন, ‘পেট্রল ও ডিজেলের দাম বৃদ্ধির কারণে পরিবহন চার্জ বেড়েছে, এবং পশুদের খাবারও ব্যয়বহুল হয়ে উঠেছে। দুধের দাম বৃদ্ধির অনুমোদন না পেলে তারা সরবরাহ বন্ধ করে দেবে। কোভিড সময়কালের আগেও দুধ উৎপাদকরা দুধের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন, তবে শহরে বিক্রেতাদের সাথে কোনও চুক্তি হয়নি। তারপরে দাম প্রতি লিটারে দু’টাকা বাড়ানোর কথা ছিল, তবে কোভিড -১৯ সংকট দেখে দাম বাড়ানো হয়নি।’
রতলাম দুধ উৎপাদক সমিতির সভাপতি হীরালাল চৌধুরী বলেছেন, ‘মঙ্গলবার ২৫ টি গ্রামের দুধ উৎপাদনকারীরা একটি সভা করেছেন। আমাদের দাবি, দুধের দাম বাড়ানো হোক। গত বছর করোনা ভাইরাসের কারণে দুধের দাম বাড়ানো হয়নি, তবে বর্তমানে খরচ অনেকাংশে বেড়েছে, সেই সাথে পেট্রল ও ডিজেলের দামও। বর্তমানে দুধের দাম প্রতি লিটারে ৪৩ টাকা, কিন্তু আমরা দুধের দাম প্রতি লিটারে ৫৫ টাকা করার সিদ্ধান্ত নিয়েছি।’
লিখলেন সায়ন্তন মন্ডল