ভোট-পরবর্তী হিংসা বন্ধ না হলে পাল্টা দেওয়ার বার্তা জঙ্গি গোষ্ঠীর
বিবিধ ডট ইন: গত ২ মে প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ ২০২১ বিধানসভা নির্বাচনের ফলাফল৷ আর তার পর থেকেই রাজনৈতিক হানাহানিতে জড়িয়েছে জয়ী-পরাজিত উভয়পক্ষ।
প্রায় প্রতিটা জেলা থেকেই শাসক-বিরোধী একাধিক সমর্থকদের বাড়ি,দোকান ভাঙচুর। ধর্ষণ এমনকি প্রানে মেরে ফেলার মত অভিযোগও সামনে এসেছে।
এবার রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে বার্তা দিলেন নিষিদ্ধ জঙ্গী সংগঠন কামাতপুরী লিবারেশন অর্গানাইজেশনের প্রধান জীবন সিং।
গোপন ডেরা থেকে ভিডিও বার্তা দিয়েছেন তিনি।
গোয়েন্দাদের অনুমান এই মুহূর্তে নেপালে আত্মগোপন করে আছেন জীবন সিং।
ভিডিও বার্তায় পশ্চিমবঙ্গে বসবাসকারী কামাতপুরী এবং রাজবংশীদের উদ্দেশ্যে বলেন,
রাজবংশীদের আত্মনিয়ন্ত্রণের অধিকার আছে। বহিরাগতদের কাছে তারা কখনো মাথানত করেনি, ভবিষ্যতেও করবে না।
তিনি আরও বলেন,
দিনাজপুর, মালদহ, কোচবিহারে কামাতপুরী, রাজবংশীরা থাকেন। তাঁদের কাছে আমার আহবান, আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি আমাদেরই বুঝে নিতে হবে।
রাজ্যের টালমাটাল রাজনৈতিক হানাহানির পরিস্থিতিতে কেএলও(KLO) প্রধানের এই বার্তা বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মত রাজনৈতিক মহলের।
লিখেছেন সায়ন্তন মন্ডল