ব্লগ: ইচ্ছে করে— স্বস্তিক চৌধুরি
বিবিধ ডট ইন-এর ব্লগ বিভাগে ‘ইচ্ছে করে‘ লিখলেন স্বস্তিক চৌধুরি। (ব্লগ: ইচ্ছে করে— স্বস্তিক চৌধুরি)
— ইচ্ছে করে পাহাড় যেতে?
— হ্যাঁ, করে।
— ভীষণভাবে করে?
— হ্যাঁ… ইচ্ছে করে কোনও শীতল পাহাড়ি কুয়াশাচ্ছন্ন ভোরে… ধোঁয়া ওঠা কফিকাপে চুমুক দিতে দিতে রৌদ্রজ্বল সোনায় মোড়া কাঞ্চনজঙ্ঘা দেখতে। হয়তো বা দিন শুরু হবে দার্জিলিং টি-র গন্ধ মেখে। পাশে থাকবে কিছু পাগল বন্ধুদল। কখনও দুপুরের শীতল আলস্য গায়ে মাখব প্রফেসর শঙ্কু খুলে। কখনও বা দুপুর গড়িয়ে বিকেল হবে কিছু পাগলামো মাখা পাহাড়ি সুরে। বা হোটেলের রুমে তখন অঞ্জন দত্তের গানে ব্র্যান্ডির নেশা লাগানো গন্ধ। সাথে থাকবে একদল পাগল ডানপিটে। সন্ধ্যা পেরিয়ে রাত কাটবে ম্যালের কোনও ক্যাফেতে আড্ডায় আড্ডায়… গিটার-কাহন সহযোগে ডিলান কিংবা লেননের সুরে।
আরও পড়ুন: ৭-১ গোলে জয় মোহনবাগানের, আনন্দে নজরুল যা করেছিলেন
— ইচ্ছে করে বনেজঙ্গলে অ্যাডভেঞ্চার?
— হ্যাঁ, করে।
— ভীষণভাবে করে?
— হ্যাঁ… ইচ্ছে করে কোনও তাঁবুতে বা ট্রি-টপ হাউসে রাত কাটাতে। কান পেতে শুনতে ইচ্ছে হয় বন্য জন্তুদের ফিসফাস। পাতায় ডালে ঘষা লাগার রহস্যময় শব্দ। ক্যাম্পফায়ার করে রাত কাটানোর সঙ্গী হবে কিছু বাউন্ডুলে বন্ধু-বান্ধবীর দল। সাথে থাকবে ‘আমার পুরোনো গিটার’। আড্ডা চলবে রাত জেগে সরু একফালি চাঁদের আলোয়। ফেসবুক,ইনস্টা, সোশ্যাল দুনিয়া থেকে বহুদূরে মজলিস বসবে বন্ধুদলের দরবারে।
আরও পড়ুন: সাবধান! পর্যাপ্ত ঘুমের অভাবে ভুগতে পারেন এই ৮টি সমস্যায়
— ইচ্ছে করে শহরের এই আলো-কোলাহল থেকে দূর, কোনও প্রত্যন্ত গ্রামে জীবন কাটাতে?
— হ্যাঁ করে
— ভীষণভাবে করে?
— হ্যাঁ… পুরুলিয়ার আদিবাসি কোনও এক গ্রামে মাদলের মাদকতায় হারিয়ে যেতে। মাঝেমাঝে নাকে ভেসে আসবে মহুয়ার নেশামাখা মিষ্টি গন্ধ। অথবা বাউলের তালে কোনও এক ঝকঝকে পূর্ণিমায় সুনসান কোপাইয়ের ধারে রাত কাটবে। আড্ডায় কোনও দূর গাঁ হতে ভেসে আসবে মাদলের শব্দ। বৈঠকে একে অপরের হাতে হাত রাখব লালনের সুরে। হারিয়ে যাব প্রিয় বান্ধবীর কাঁধে মাথা রেখে।
আরও পড়ুন: চুরি করতে ঢুকে ঘরের অবস্থা দেখে শিবরামকে চিঠি লিখেছিল এক চোর
— ইচ্ছে করে সাগর পাড়ি দিতে?
— হ্যাঁ, করে।
— ভীষণভাবে করে?
— হ্যাঁ… কোনও নির্জন দ্বীপে অল্প কয়েকজনে রাত কাটাতে। কানে ভাসবে একটার পর একটা ঢেউ ভাঙার গর্জন। নির্জন সৈকতে বারবার ঝাপসা হবে চশমার কাঁচ। কিছু ভবঘুরের ভিড়ে রাতভর চলবে বৈঠক। গিটার-মাউথঅর্গ্যান সহযোগে কখনও রাত্রি ম্লান হবে ‘বাড়ল ঢেউ আর এক ধাপ’ সুরে। আবার কখনো কোরাসে থাকবে ‘সমুদ্রে যখন উঠেছে ঝড়’।
আরও পড়ুন: শিবরাম-স্মৃতি: ওষুধ শেষ বলে টাকা চেয়েছিলেন, দিতে পারিনি— কথাকার, অধ্যাপক স্বপন পাণ্ডা
— ইচ্ছে করে মরুভূমি পাড়ি দিতে?
— হ্যাঁ, করে।
— ভীষণভাবে করে?
— হ্যাঁ… ইচ্ছে করে জনমানবশুন্য বালিয়াড়ির বুকে মরুজাহাজের পিঠে চড়ে নিরুদ্দেশের পথে যাত্রা করতে। ক্যাপ্টেন হ্যাডক বা জটায়ুর ভূমিকায় থাকবে একদল অ্যাডভেঞ্চার-পাগল বন্ধুবান্ধব। রাত কাটবে কোনও বেদুইন গ্রামে। আরবীয় সুরের মূর্ছনায় চলবে রাত্রিব্যাপী নাচগান ও আড্ডা। ফায়ারক্যাম্পে জড়ো হবে অচেনা অজানা পোকার দল। রাত্রিযাপনের সঙ্গী হয়ে থাকবে পরিষ্কার মেঘমুক্ত আকাশের সপ্তর্ষিমন্ডল বা কালপুরুষ। এমন করেই প্রিয়জনের কাঁধে হাত রেখে হবে রাত পেরিয়ে ভোর ও মরীচিকার হাতছানি।
দত্তবাবু বলে গেছেন, দুঃখ পেলে কষ্টটাকে সঙ্গী করে ছাদে উঠতে… আর গাইতে…
‘ছাদের পাঁচিল বলছে আয়, ছুটে আয় খালি পায়…
আকাশ বলছে গলা খুলে গা…
দুপুর বলছে কান্না পেলে ছাদে উঠে গিয়ে,
সবাই যা বলছে ভুলে যা।’
আর্কাইভ: প্রেরণা ক্লিনিক ব্লগ বিজ্ঞান লাইফস্টাইল খেলা ভ্রমণ অ্যাঁ! এন-কাউন্টার
আপডেট থাকুন। ফলো করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ:
ব্লগ: ইচ্ছে করে লিখলেন স্বস্তিক চৌধুরি
স্বস্তিক চৌধুরি
যোগাযোগ: ফেসবুক
8620989842
ফিচার ছবি: অনিন্দিতা সুর