মাছ, মছলি অ্যান্ড মোর-এ আসছে ‘বৈশাখি ব্যঞ্জন’
বিবিধ ডট ইন: বাঙালি খাদ্যপ্রিয়, একথা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। সত্যি বলতে, বাঙালি যতটা না এই আপ্তবাক্য শুনতে ভালবাসেন, তার চেয়ে কয়েকশো গুণ বেশি পছন্দ করেন চেটেপুটে খেতে। তাই তো ভোজনরসিক বাঙালি।
বাঙালির খাবারের প্রতি এই ঝোঁকের কথা মাথায় রেখেই মাছ, মছলি অ্যান্ড মোর নিত্যনতুন খাবারের আয়োজন করে।
সঙ্গে থাকুন। ফলো করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ:
কিছুদিন আগেই দুই বাংলার মেলবন্ধনও ঘটিয়েছেন খাবারের পাতে। তারাই এবার নববর্ষের বাঙালি খাবারের এক আয়োজন করেছে। নাম ‘বৈশাখী ব্যঞ্জন’। আয়োজনের শুভ সূচনা করবেন বিশিষ্ট অতিথিরা। উপস্থিত থাকবেন বাংলার বিশিষ্ট লেখিকা বাণী বসু, সুচরিতা বন্দোপাধ্যায়, বাংলা বিষয়ের বিভাগীয় প্রধান, কলকাতা বিশ্ববিদ্যালয়।
আগামী ৯ এপ্রিল দুপুর ২:৩০টায় সেই সূচনালগ্ন। ৩৭ পূর্ণ দাস রোড (গড়িয়া হাট ত্রিকোণ পার্কের নিকটে) মাছ, মছলি অ্যান্ড মোর-এ উপস্থিত থাকতে হবে আপনাকেও।