আমি একলা বলেই আমার ওপর হামলা: সুজাতা মণ্ডল খাঁ
বিবিধ ডট ইন: বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সকলকে একপ্রকার প্রায় চমকে দিয়ে স্বামীসঙ্গ ত্যাগ করে বিজেপি ছেড়ে তৃনমূলে যোগদান করেছিলেন সৌমিত্র খাঁ জায়া সুজাতা মণ্ডল খাঁ। এবারে আরামবাগের তৃনমূল প্রার্থী তিনি।
তৃতীয় দফার নির্বাচনে ফের সংবাদের শিরোনামে সুজাতা। তবে এবার তাঁর ওপর হামলা হয়েছে বলে অভিযোগ। হামলা করেছে বিজেপি, এমনটাই জানিয়েছেন আরামবাগের প্রার্থী।
সঙ্গে থাকুন। ফলো করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ:
তাঁর কথায়, ‘আমি একলা বলেই বিজেপি আমার ওপর হামলা চালিয়েছে।’
আজ তৃতীয় দফার নির্বাচন শুরুর সকাল থেকেই আরামবাগের আরান্ডির ২৬৩ নং বুথে অশান্তি শুরু হয়। তৃণমুলের তরফে অভিযোগ ওঠে, এলাকার মানুষ ভোট দিতে গেলে বিজেপি তাঁদের তাড়িয়ে দিচ্ছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাতেই বাঁশ-লাঠি দিয়ে সুজাতার ওপর হামলার অভিযোগ ওঠে। সূত্রের খবর, আহত হন তাঁর নিরাপত্তারক্ষীও। শেষমেশ আলপথ ধরে দৌড়ে পালিয়ে কোনওক্রমে রেহাই পান তিনি৷
যদিও এই প্রসঙ্গে বিজেপি পাল্টা অভিযোগ করেছে। তাদের কথায়, ভোট চলাকালীন সুজাতা গ্রামের বিজেপি কর্মীদের হেনস্থা করেন।
লিখেছেন সায়ন্তন মণ্ডল