জোটসঙ্গী সিপিআইএম-কে ‘স্বৈরাচারী’ বললেন অধীর!
বিবিধ ডট ইন: ‘সিপিআইএম স্বৈরাচারী’— জোটসঙ্গীর বিরুদ্ধে এহেন মন্তব্য করে বিতর্কে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।
গত মঙ্গলবার আলিপুরদুয়ারে নবীন ক্লাবে সংযুক্ত মোর্চার সভামঞ্চে বিমান বসু, মানিক সরকারের উপস্থিতিতে মঞ্চে বক্তৃতা দিতে উঠে তৃণমূল কংগ্রেস ও বিজেপির বিরুদ্ধে তোগ দাগছিলেন তিনি । সেই সময়ই মুখ অধীর বাবু বলে বসেন ‘স্বৈরাচারী সিপিএম’।
তবে ভুল বুঝতে পেরেই তিনি শুধরে নিয়ে বলেন ‘ সাম্প্রদায়িক শক্তি বিজেপি ও স্বৈরাচারী তৃনমুলকে খতম করতে হবে।’
উল্লেখ্য রাহুল গান্ধী স্বয়ং বিগত বেশ কিছুদিন ধরেই কেরলে কংগ্রেসের প্রচারে তীব্র সিপিএম-বিরোধী মন্তব্য ককরেছেন। তা নিয়েও বঙ্গ রাজনীতিতে আলোচনা কম হয়নি। যদিও বাম সমর্থকদের একাংশের দাবি, বাংলার রাজনীতিতে রাহুল গান্ধীর ওই মন্তব্য কোনও প্রভাব ফেলবে না।
এবার পশ্চিমবঙ্গের বিধানসভার প্রচারে অধীর রঞ্জনের এহেন মন্তব্য নতুন করে সৃষ্টি করেছে বিতর্কের।
লিখেছেন সায়ন্তন মণ্ডল